দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১১ জুন শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজা সহ মাহফুজুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।
জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলার তালোড়া পৌরসভার নর্থ বেঙ্গল জুট মিলের সামনে দু’জন যুবক সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে এক যুবক দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তালোড়া মেঘা নয়াপাড়া গ্রামের পিন্টু ফকিরের ছেলে মাহফুজুর রহমানকে (২৫) গ্রেফতার করেন এবং ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে ওই দিন রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিকে (১২ জুন) রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply