দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৬ জুন বৃহস্পতিবার দিনগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশ ধাপসুখানগাড়ী জনৈক রমজান আলী দি-ইউনুস ডেকোরেটর এন্ড মাইক ব্যাটারী স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মাদক বিক্রেতা ধাপসুখানগাড়ী গ্রামের ইয়াছিন সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২২) কে গ্রেফতার করে।
পুলিশ তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়াও পুলিশ ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারের আমজাদ প্রামানিকের ছেলে রিপন প্রামানিক এবং গ্রেফতারী পরওয়ানামুলে বড় কোলগ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইব্রাহিম, ডিমশহর তালুকদার পাড়ার আবু এনছান তালুকদারের ছেলে আব্দুস সবুর তালুকদার ওরফে শাওন (২৭) ও তালোড়ার রসুলপুর গ্রামের গোলাপ হোসেনের ছেলে রাতুল ইসলাম ওরফে অতুল ওরফে নাফিজ (২০)। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১৭ জুন শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।
Leave a Reply