দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন অভিযোগে সোমবার (২০ জুন) রাতে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর মহল্লার একটি বাড়ির সামনে ইসলামপুর হতে করমজীগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আজাদ আলী আজো (৪০ ) কে আটক করা হয়। আটক আজাদ আলী আজো দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর গ্রামের খানাবাড়ির আশরাফ আলীর ছেলে। আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।
অপর অভিযানে গ্রেফতারী পরওয়ানামূলে আটককৃত হয় দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আজাহার আলী পল্টু।
এছাড়া আরও একটি অভিযানে রাতের বেলা সন্দেহজনক ঘোরাফেরাকালে অপরাধ সংঘটনের আশংকায় ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আটককৃত হয় দুপচাঁচিয়া উপজেলার খানপুর গ্রামের মৃত ইদ্রিস আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল (৪০) এবং ছাতিয়াগাড়ী গ্রামের মৃত রায়হান সরদারের স্ত্রী শেফালী বেগম (৪৩)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্খাগ্রহন সাপেক্ষে মঙ্গলবার ( ২১ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply