বগুড়ার দুপচাঁচিয়ায় ২১ জুন মঙ্গলবার রাতে থানা পুলিশের অভিযানে ৯ জন জুয়াড়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর চকপাড়া এলাকার ফেরদৌস সরদারের ছেলে আয়াতুল্লাহ সরদার(২১), ওবায়দুল হকের ছেলে রায়হান আলী (২১), বাদশা সরকারের ছেলে তানজিদ সরকার (১৯), বেলাল হোসেনের ছেলে শফিউল আলম(২০), শাহজাহান আলীর ছেলে আব্দুল হাদী রিফাত(২১), জয়নাল খানের ছেলে রাশেদ খান(৩৫), জিয়ানগর মন্ডলপাড়া এলাকার জয়মুদ্দিন মন্ডলের ছেলে আতাউল ইসলাম(২৮), জিয়ানগর লক্ষীমন্ডপ এলাকার কামরুজ্জামানের ছেলে আশিক আলী(১৯) এবং জিয়ানগর খাঁপাড়ার আজিজুল হকের ছেলে আবু বক্কর সিদ্দিক(২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া খেলার গোপন খবরে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর বাজারের দক্ষিন পাশে একটি সরকারি পরিত্যক্ত ভবনে লেবার অফিসের পশ্চিমের কক্ষে কথিত একটি ক্রিকেট ক্লাবে অভিযান পরিচালনা করে এসআই মোসাদ্দেকূল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। সেখানে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়ী আটককৃত হয়। অভিযানকালে নগদ ২ হাজার ৬ শত ৯০ টাকা ও ২ সেট তাস উদ্ধার করে জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃত ৯ জন জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জুন) তাদের আদালতেও পাঠানো হয়েছে।
Leave a Reply