দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৮ জানুয়ারী সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া থানা পুলিশ পোথাট্টি গ্রামের গোবিন্দপুর ব্রীজের নিকট থেকে ৭০ পিচ ইয়াবা ও মটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে। জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে থানা এসআই খায়রুল ইসলাম, এএসআই রতন, এএসআই সিরাজুল সঙ্গীয় পুলিশ ফোর্স সহ চামরুল ইউনিয়নের পোথাট্টি গোবিন্দপুর ব্রীজের নিকট অবস্থান নেন। এ সময় ডায়াং নম্বর বিহিন একটি মটরসাইকেলের গতি রোধ করে। মটরসাইকেল আরোহী ও চালককে তল্লাশী করে তাদের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করেছেন। এরা হলো উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত তসলিম উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম মিন্টু (২৮) ও মোস্তফাপুর পূর্বপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে সাľাদ সরদার (২২)। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply