দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৩ জুন বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলায় আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিলো সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। বিকালে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগে সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের স ালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম মোল্লা, এনামুল হক টি রানা, মোমিনুর রহমান তালুকদার পলাশ, শামীমা আক্তার মুক্তা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, মেহেদী হাসান সজল সহ প্রমূখ নেতৃবৃন্দ।
Leave a Reply