দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৬ জুন রোববার দুপচাঁচিয়া উপজেলায় জেলা লিগ্যাল এইড ও লাইট হাউসের যৌথ আয়োজনে নারী ও শিশু সহিংসতা রোধে সরকারি আইনগত সহায়তায় পারে এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দু’টি দল পক্ষে বিপক্ষে অংশগ্রহণ করে। পরে এক পুরস্কার বিতরণী সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হত। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, সহকারি শিক্ষক প্রদিপ কুমার, লাইট হাউজের উপজেলা সমন্বয়কারী সালমা আক্তার সহ প্রমুখ। সমগ্র প্রতিযোগিতাটি পরিচালনা করেন, লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন। পরে বিজয়ী ও রানারআপ দু’দলের মাঝেই পুরস্কার বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব ফজলুল হক।
Leave a Reply