দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৩ জানুয়ারী শনিবার দুপচাঁচিয়া উপজেলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি সহ পাকা বাড়ির দলিল প্রদান করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও পাকাবাড়ি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রদান উদ্বোধনের পরেই উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই দলিল প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এএইচএম আশরাফুল আরেফিন, বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী সহ প্রমুখ। উল্লেখ্য দুপচাঁচিয়া উপজেলায় ১৩৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এই জমি সহ পাকা বাড়ির দলিল প্রদান করা হয়।
Leave a Reply