দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত রোববার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ বেড়–ঞ্জ এলাকা থেকে গাঁজা সহ ওবাইদুর শাহ্ (২৮) নামের এক যুবককে ১শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত রোববার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার বেড়–ঞ্জ খুলুপাড়া এলাকায় যান। এ সময় স্থানীয় আজাহারের দোকানের সামনে সন্দেহজনক ঘোরাফেরাকালে ওবাইদুর শাহ্ (২৮) কে আটক করে এবং তার দেহ তল্লাশী করে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করে। সে চামরুল ইন্দ্রামোড় পাড়ার আব্দুল জোবźারের ছেলে। এ বিষয়ে থানায় ওই দিন রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওবাইদুর শাহ্ কে সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply