দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৭ জানুুয়ারী বুধবার দুপচাঁচিয়া উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী ও আইনগত সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউসের যৌথ আয়োজনে গোবিন্দুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মনোয়ার হোসেন হেলালের সভাপতিত্বে ও জেলা প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, বিট পুলিশিং কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম, গুনাহার ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, এ্যাড. এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মঞ্জু, পরিষদের সচিব উত্তম কুমার, উপজেলা সমন্বয়কারী সালমা বেগম, ন্যায়বিচার প্রাপ্তি বুলবুলি বেগম, শাকিলা বেগম, মহিলা মেম্বার কাবেরী বেগম সহ প্রমুখ।
Leave a Reply