দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
৩১ জানুুয়ারী রোববার দুপচাঁচিয়া উপজেলায় পুন্ড্র বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সাথে ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাঁর নাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকান্ডের প্রতিবাদে দুপচাঁচিয়া প্রেসক্লাবের মানববন্ধন সহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, অর্থ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দার, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোবźাদ সহ সাংবাদিক কেএম বেলাল, মেশকাতুর রহমান, অসীম কুমার দাস, দুলাল চন্দ্র বসাক প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
Leave a Reply