দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বালুকাপাড়ায় কাজলী (৯) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার তালোড়া বালুকাপাড়ার সাখিদার গ্রামের কামাল উদ্দীন সাখিদারের কিশোরী মেয়ে কাজলী ঘটনার দিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ভ্যাড়াকে ঘাস খাওয়াতে বালুকাপাড়ার ব্যাড়াচকি মাঠে যায়। সকাল আনুমানিক ৯টায় স্থানীয় ব্যক্তি ওই মাঠে জমির পাশ দিয়ে যাওয়ার সময় মাঠের বদ্যুতিক বাঁশের খুঠির সাথে ঝুলন্ত কাজলীকে দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। তার আত্মহত্যার কারণ জানা না গেলেও এলাকাবাসী সহ তার পরিবারের লোকজন জানান তার মাথার কিছুটা সমস্যা ছিলো। ভ্যাড়ার গলার দড়ি খেলার ছলে মাঠের ওই বৈদ্যুতিক বাঁশের খুটির সাথে বেঁধে গলায় ঝুলিয়ে দেয়। এতে ফাঁশ লেগে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের প্রাথমিক সুরোতহাল রিপোর্ট তৈরী করেন। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, এ সংক্রান্তে তার বাবা কামাল উদ্দীন সাখিদার থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে। বৃহস্পতিবারই তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশ পোস্ট মডেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply