দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
দুপচাঁচিয়া উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় মা খাদিজা খাতুন (৩২) নিহত হয়েছে। এ ঘটনায় শিশু পুত্র জাহেদ হাসান (১৩) সহ দুই জন আহত হয়েছে।
জানা গেছে, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী হারগাছা গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন (৩২) ঘটনার দিন সোমবার সকালে তার শিশু পুত্র জাহেদ হাসান (১৩) সহ ভাগিনা ওমর ফারুক রেজা (২২) মটরসাইকেলে ভাগিনার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের হাপুনিয়া গ্রামে বেড়াতে যাচ্ছিলো। তাদের মটরসাইকেলটি জিয়ানগর বাজার এলাকায় পৌছিলে চালক ভাগিনা ওমর ফারুক রেজা মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে পড়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই খাদিজা খাতুন (৩২) মারা যায়। শিশু পুত্র জাহেদ হাসান ও মটরসাইকেল চালক ওমর ফারুক রেজার হাত, পা ভেঙ্গে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন শিশু পুত্র জাহেদ হাসান ও মটরসাইকেল চালক ভাগিনা ওমর ফারুক রেজাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে তাদের অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply