দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ২৪ ফেব্রুয়ারী বুধবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ তিনজনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালান এ সময় পারিবারিক মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার ভাতহান্ডা গ্রামের মোকলেছার রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন ওরফে আলমগীর (৪৫) ও গ্রেফতারী পরওয়ানামুলে তালোড়া পলিপাড়া গ্রামের মৃত হবিবর ফকিরের ছেলে আয়ুব আলী (৪৭) সহ জিয়ানগরের বিষাগ্রামের মৃত রমজান আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে জেল হাজত সহ অপর দুই আসামীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply