দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলায় কোভিড-১৯ মোকাবেলায় কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিক কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের সচেতনমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে জিয়ানগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মন্ডল, ব্র্যাক এর এরিয়া ম্যানেজার আলতাফ হোসেন, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচির এরিয়া ম্যানেজার সামছুন নাহার, এ্যাড. মতিয়ার রহমান, প্রোগ্রাম অর্গানাইজার লিমা খাতুন, সচিব গোলাম মোস্তফা, মেম্বারদের পক্ষে জলিলুর রহমান সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, ফিল্ড অর্গানাইজার আশরাফুল আলম।
Leave a Reply