দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ২৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপচাঁচিয়া উপজেলা সদরের তিশিগাড়ি নামক স্থানে চলন্ত ট্রাকের চাপায় ইজিবাইক চালক ও আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল শুক্রবার চৌমুহানী বাসস্ট্যান্ড থেকে মোড়গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইজিবাইক চালক রাসেল (৩৫), একই এলাকার বেলহালী গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ফজলুর রহমানের ছেলে মুক্তার হোসেন (৩৪) কে নিয়ে দুপচাঁচিয়ায় আসছিলো। তাদের ইজি বাইকটি বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ি নামক স্থানে পৌছিলে পিছন দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬৮৫১) অপর একটি দাড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করার সময় ইজিবাইককে পিছন থেকে চাপা দেয়। এতে ইজিবাইকটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলে ইজিবাইক চালক রাসেল ও আরোহী মুক্তার হোসেন নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক সহ ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ দুটি দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
Leave a Reply