দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১ মার্চ সোমবার সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত বাজারদীঘি এলাকার সরকারি খাস পুকুর থেকে মাটি কাটার অপরাধে তিনজনকে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বাজারদীঘি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), তারাজুন গ্রামের আব্দুল হামিদের ছেলে জিব্রাইল প্রামানিক (৩২) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে মিলন (২৮)। পুলিশ ওই দিনই দন্ডপ্রাপ্ত আসামীদেরকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply