দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় স্বামী স্ত্রী মিলে মাদক ব্যবসার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত স্বামী আব্দুল মান্নান খান (৫২) ওই এলাকার আব্দুল খানের ছেলে এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তা (৩৪)। মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে গতকাল বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। দুপচাঁচিয়া থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের গোপন সংবাদের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় এক পর্যায়ে পুলিশ স্বামী আব্দুল মান্নান খানের দেহতল্লাশী করলে ১ গ্রাম হিরোইন ও ২২ পিস ইয়াবা উদ্ধার হয়। এরপর নারী পুলিশ দিয়ে স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার দেহ তল্লাশী করলে ২২ পুরিয়া গাজা (১৫০ গ্রাম) উদ্ধার হয়। অফিসার ইনচার্জ হাসান আলী জানান, এ সংক্রান্তে পুলিশ বাদী হয়ে আটককৃত স্বামী স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
Leave a Reply