দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গত ৩ মার্চ বুধবার দুপচাঁচিয়া উপজেলায় ফিরোজ উদ্দিন (৩০) নামের ১ ব্যক্তি আটক হয়েছে। আটককৃত ব্যক্তি দুপচাঁচিয়া উপজেলার বেড়–ঞ্জ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। ৪ মার্চ বৃহস্পতিবার তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন খবর সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাজা উদ্ধার হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতেই সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। অফিসার ইনচার্জ হাসান আলী জানান, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply