দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জহুরুল ইসলাম মিন্টু ( ৩০) নামের ১ ব্যক্তি আটক হয়েছে। আটককৃত ব্যক্তি দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের এলাকার মৃত তছলিম সরদারের ছেলে। শনিবার ( ৬ মার্চ) তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত জহুরুল ইসলাম মিন্টু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। গোপন খবর সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার ( ৫ মার্চ) তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের অভিযানে তার বাড়ী থেকে ৬ গ্রাম হিরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতেই জহুরুল ইসলাম মিন্টু বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
অফিসার ইনচার্জ হাসান আলী জানান, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply