দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
১১ মার্চ বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় ইছাহাক আলী মন্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে দুপচাঁচিয়া মোলামগাড়ী সড়কের কাথহালী বাসস্ট্যান্ড এলাকায়।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহেষপুর (ছালুকাঘুটু) গ্রামের মৃত ছহির উদ্দীন মন্ডলের ছেলে ইছাহাম আলী মন্ডল (৫৫) ও উত্তর মহেষপুর গ্রামের আব্দুর রহিম এর ছেলে সুমন (২৫) মটরসাইকেল যোগে দুপচাঁচিয়া ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে আসছিলো। তাদের মটরসাইকেলটি ঘটনাস্থল ধাপ মোলামগাড়ী সড়কের উপজেলার কাথহালী নামক বাসস্ট্যান্ড এলাকায় পৌছিলে সামনে দিক থেকে আসা দ্রæতগামী মটরসাইকেলকে পাশ কাটার সময় ধাক্কা লাগে। এতে মটরসাইকেল আরোহী ইছাহাক আলী মন্ডল ও চালক সুমন মটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার ওপর পরে যায়। ঘটনাস্থলেই ইছাহাক আলী মন্ডল মারা যায়। মটরসাইকেল চালক সুমন (২৫) গুরুত্বর আহত হয়। থানা এসআই রাশেদুল ইসলাম জানান, নিহত ইছাহাক আলীর লাশ তার স্বজনরা নিয়ে গেছে। আহত সুমন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
#
Leave a Reply