দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
১৭ মার্চ বুধবার দুপচাঁচিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালনের কর্মসূচির মধ্যে ছিল এ দিন সকালে উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালী পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল কুদ্দুস মন্ডল, অফিসার ইনচার্জ হাসান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক সহ প্রমুখ। পরে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে তিন জন গ্রাহকের মাঝে ঋণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী ও শিক্ষক সুদেব কুন্ডু। পরে জন্ম শতবার্ষিকীর একশত পাউন্ডের একটি কেক কর্তন করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা কেক কর্তন করা হয়। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কেক কর্তন রচনা ও স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজ, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ, দুপচাঁচিয়া প্রেসক্লাব অনুরুপ পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। (ছবি আছে)
Leave a Reply