দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
১৮ মার্চ বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসব মূখর পরিবেশে চেয়ারম্যান পদে ৭ জন সহ ৯টি ওয়ার্ডের ৩৬ জন মেম্বার প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদের ৭জন প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু, জাতীয় পার্টির অশোক কুমার দেব, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মনোয়ারুল করিম তালুকদার, শফির উদ্দীন ও মাহফুজার রহমান দুলাল। এ ছাড়াও সংরক্ষিত ৩ টি মহিলা মেম্বার পদে ৯ জন প্রার্থী ও ৯ টি ওয়ার্ডের ৯ টি মেম্বার পদের বিপরীতে ২৭ জন ও তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা রিটানিং অফিসার ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। (্ছবি আছে)
Leave a Reply