দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২২ মার্চ সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা গ্রামের কসাই বাচ্চু প্রামানিক (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা গ্রামের মৃত আব্দুল বারিক ওরফে মতিনের ছেলে কসাই বাচ্চু প্রামাণিক ঘটনার দিন সোমবার সকালে ছাগল কিনার জন্য পাশ্ববর্তি ধারশুন গ্রামে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। আশুঞ্জা ও ধারশুনের মাঝে বেলার মাথা নামক স্থানে এলাকাবাসী কসাই বাচ্চু প্রামাণিককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে লাশ পোষ্টমোটেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সংক্রান্তে তার ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply