দুপচাঁচিয়া প্রতিনিধিঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুপচাঁচিয়া প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
শুক্রবার ( ২৬ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় সোনালী প্যালেস কমিউনিটি সেন্টারে মোড়ক উন্মোচনপূর্ব আলোচনা সভা দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার এসএম জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, সাধারন সম্পাদক এমদাদুল হক, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান লিটন, স্মরণিকা’র সম্পাদক সাংবাদিক মতিউর রহমান দেওয়ান পলাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্মরণিকাটিতে মুক্তিযুদ্ধের সময়ের অনেক জানা অজানা ঘটনাবলি স্থান পেয়েছে। ভবিষ্যত প্রজন্মের কাছে এই স্মরণকিা একটি মাইলফলক হয়ে থাকবে।
Leave a Reply