দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত শুক্রবার সন্ধ্যায় দুপচাঁচিয়া প্রেসক্লাবে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৮তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সুযোগ লাভ করায় কৃতি ছাত্র এম.মাহবুব উজ জামানের সংবর্ধনা সভা ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাড়াও তার গর্বিত পিতা মোস্তফাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাজু মন্ডল, ফিরোজ হোসেন, অর্থ সম্পাদক রমেন্দ্রনাথ পোদ্দর, সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ, দপ্তর সম্পাদক এটিএম সামাদ কোব্বাত, কার্যনির্বাহী সদস্য একেএম জাহাঙ্গীর আলম, কে.এম বেলাল, মেশকাতুর রহমান মেশকাত, অসীম কুমার দাস, দুলাল চন্দ্র বসাক, প্রমুখ বক্তব্য রাখেন। পরে কৃতি ছাত্রকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
Leave a Reply