নিজস্ব প্রতিনিধি : গত ১৬ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের পাইকপাড়া গ্রামে পুকুরে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের মৃত হারেজ মন্ডলের ছেলে শহিদুল ইসলাম ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টায় দুপচাঁচিয়া থেকে বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টির কবলে পড়ে। সে গ্রামের নিকটে গিয়ে দৌড়ে বাড়ি যাওয়ার সময় জনৈক আবু বক্কর সিদ্দিকের পুকুর ধারে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে ছিটকে পড়ে এবং পুকুরের পানিতে ডুবে মারা যায়। এ সংক্রান্তে তার ছেলে সাকিব হোসেন থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছে। পুলিশ ১৭ এপ্রিল শনিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ গতকালই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
#
তারিখ ঃ ১৭-০৪-২০২১
Leave a Reply