দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
২৮ এপ্রিল বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম চত্বরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চুয়ালের মাধ্যমে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলার কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয়ের উদ্বোধনের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আওয়ামীলীগ নেতা মহসিন আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল মহলদার আমিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলি প্রামানিক, খাদ্য গুদাম কর্মকর্তা কর্ণেনিউজ চিসিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি মৌসুমে দুপচাঁচিয়া উপজেলায় ১৩ হাজার ৩২ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। ২৭ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে।
Leave a Reply