দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ বৈদ্যুতিক মিটার ও অটোভ্যানের ব্যাটারী চুরি পৃথক দুটি ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করেছে।
উপজেলা সদরের ইসলামপুর এলাকার মাঠের পানি স্বেচ প্রকল্পের ম্যানেজার সিরাজুল ইসলামের থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ১ মে শনিবার রাতে মেশিন ঘর তালাবদ্ধ করে বাড়িতে যায়। পরের দিন রোববার সকালে এসে দেখে পানি স্বেচ ঘরের বৈদ্যুতিক মিটার কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে চোরেরা বিভিন্ন মাঠের স্বেচ পাম্প ঘর থেকে আরো ছয়’টি বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে সিরাজুল ইসলাম থানায় বৈদ্যুতিক মিটার চুরি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলতাফনগর এলাকার আয়েজ প্রাং এর ছেলে রুবেল প্রাং (২৪) কে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক চুরি যাওয়া ছয়’টি মিটার উদ্ধার করে। অপর দিকে উপজেলার বড় নিলাহালী গ্রামের মৃত মহসীন আলীর ছেলে জহুরুল ইসলামের থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার সারাদিন অটোভ্যান চালিয়ে বাড়ি আসে। রাতে বাড়ির উঠানে অটোভ্যানটি রাখিয়া খাওয়া দাওয়া শেষে যথারিতি ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার অটোভ্যানের চারটি সংযুক্ত ব্যাটারী কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সে নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলা গ্রহণ করেই আসামীদ্বয় উপজেলার বড় নিলাহালী গ্রামের মৃত মোফাľল হোসেনের ছেলে আলামিন প্রাং (২১) এবং উত্তরসাজাপুর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে রাকিব প্রাং (২৯) কে গ্রেফতার করে। পরে তাদের সিকারোক্তি মোতাবেক ওই গ্রামের কবরস্থান থেকে চুরি যাওয়া চারটি ব্যাটারী উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, আসামীদেরকে গতকাল রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
#
Leave a Reply