দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
গত ২ মে রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ তালোড়ার উত্তরপাড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেরার সময় দুই জুয়াড়িকে আটক করেছেন।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার তালোড়া উত্তরপাড়ার জনৈক আমিনুল ইসলাম এর ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুই জুয়াড়িকে আটক করেন। এরা হলো কাহালু উপজেলার কাজিপাড়ার মৃত নবীর উদ্দীন প্রামানিকের ছেলে ফারুক হোসেন (৩৮) ও দুপচাঁচিয়া পশ্চিম আলোহালী গ্রামের মৃত ঘুগড়া সরদারের ছেলে নজরুল সরদার (৬০) কে গ্রেফতার করেন। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তিন সেট তাস প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদেরকে ৩ মে সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply