দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ার দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ মে শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক ফিরোজ হোসেন, মতিউর রহমান দেওয়ান পলাশ, কেএম বেলাল, অসীম কুমার দাস সহ প্রমুখ। বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটক রেখে হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান। একই সাথে এ ঘটনায় জরীত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান
Leave a Reply