দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
২৭ মে বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের নব-নির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের ১০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত দ্বি-তল ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মাহফুজার রহমান, মাঠ সহকারী অসীম কুমার দাস সহ প্রমুখ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মহিলা ভাইস চেয়ারম্যানের শতকরা ৩ ভাগ এডিপির অর্থায়নে দুঃস্থ, অসহায়, স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ফুটবল বিতরণ করেন। জেলা প্রশাসক এ দিন সকালে চামরুল ইউনিয়ন ভূমি অফিস, গুনাহার তালুচের কমিউনিটি ক্লিনিক ও উপজেলা সদরের হাটসাজাপুর এলাকায় ভূমিহীনদের গৃহনির্মাণ পরিদর্শন করেন।
Leave a Reply