দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বৃহস্পতিবার (২৭ মে) গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন জন কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার রৌমারি থানার চুড়িয়ার চরের আব্দুস সামাদের ছেলে আমির হোসেন (২৫), দুপচাঁচিয়া উপজেলা সদরের বম্বুপাড়ার মৃত হায়দার আলীর ছেলে আইনুল (৩২) এবং জিয়ানগর ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ( ২৯)।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের জোয়ালমাটাই এলাকায় ডাকাতি প্রস্তুতির জন্য সমবেত হওয়ার গোপন খবরে তৎপর হয় পুলিশ। তৎপরতা অনুযায়ী ওই এলাকার একটি ব্রীজের নিকট হানা দিয়ে ডাকাতির জন্য প্রস্তুতরতদের অনেকে পালিয়ে গেলে ৩ জন কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের নিকট হতে রড, চাকু, কচটেপ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, এঘটনায় ডাকাতির উদ্দেশ্য সমবেত হয়ে ডাকাতি প্রস্তুতির অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শুক্রবার (২৮ মে) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply