দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে হিরোইন ও ইয়াবাসহ রোববার (৩০ মে) রাতে বেরুঞ্জ এলাকা থেকে ৪ জন কে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেরুঞ্জ আকন্দ পাড়ার মৃত আয়েন আলীর পুত্র ইছাহাক আলী বাঘা (২৮), আনিসের পুত্র তাইফুল ইসলাম ( ৩১), কায়সার আলীর পুত্র ফারুক আকন্দ (২৭), মমতাজ ফকিরের পুত্র রফিকুল ইসলাম ( ৩৬)।
পুলিশ জানায়, দুপচাঁচিয়া উপজেলার বেরুঞ্জ এলাকায় মাদক বিক্রির গোপন খবরে তৎপর হয় পুলিশ। তৎপরতা অনুযায়ী উপজেলার বেরুঞ্জ এলাকায় গিয়ে আটককৃত ওই ৪ জনের দেহ তল্লাশী করলে অভিযুক্ত ইছাহাক আলী বাঘার নিকট হতে ৫ গ্রাম হিরোইন ও অন্য ৩ জনের কাছ থেকে ২২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ওই ৪ জন কে সোমবার (৩১ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply