দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ৩১ মে রোববার দুপুরে র্যাব-১২ বগুড়ার একটি টিম দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ট্রাক সমবায় সমিতির কার্যালয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় সাত জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করেছেন। এরা হলো কাহালু উপজেলার খাড়িয়া নিশিন্দারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সুজন মন্ডল (৩৮), গুন্দিশ্বরের রজিমুদ্দিনের ছেলে রেজানুল হক প্রাং (৩৫), তালোড়ার লাফাপাড়ার মৃত ওসমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৯), মৃত গেদা রাম রাজভরের ছেলে রতন রাম রাজভর (৫২), সাবলার মৃত সামছুল হক মোল্লার ছেলে হাবিবুর রহমান হান্নান (৪২), রসুলপুরের মৃত খালেক আকন্দের ছেলে ওমর ফারুক আকন্দ (৩৬), তালোড়া মুন্সিপাড়ার মৃত সাদিকুল আলম খন্দকারের ছেলে রফিকুল আলম খন্দকার বাচ্চু (৬০)। র্যাব-১২ ঘটনাস্থল থেকে ১৬.৫ গ্রাম ইয়াবা উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে রাতেই র্যাব-১২ দুপচাঁচিয়া থানায় মামলা করেছে। পুলিশ গ্রেফতারকৃতদেরকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply