দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ার একেএম জুবায়ের মামুন (৩২) নামের এক মাদ্রাসার শিক্ষক বগুড়া- নওগাঁ সড়কের এরুলিয়া পোড়াপাড়া নামকস্থানে মোটর সাইকেল দূর্ঘটনাজনিত কারনে বুধবার (২ জুন) গভীর রাতে নিহত হয়েছেন।
নিহত এ কে এম জুবায়ের মামুন দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের শামছুল হক খন্দকারের ছেলে ও দুপচাঁচিয়া ডি এস কেজি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
নিহতের বোন শাপলা আকতার জানায়, বুধরাত রাতে বগুড়া হতে মোটরসাইকেল যোগে ফেরার পথে বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া পোড়াপাড়া নামকস্থানে দূর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত অবস্থায় অচেতন হয়ে পড়েছিল। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পর্যবেক্ষন করে একেএম জুবায়ের মামুন কে মৃত ঘোষণা করে।
Leave a Reply