নিজস্ব প্রতিনিধি :দুপচাঁচিয়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। রোববার ( ৬ জুন) সকালে ভূমি অফিস চত্বরে এ উদ্বোধন করেন সহকারী কমিশনার ( ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে সকাল থেকেই লোকজন সেবা ক্যাম্পে এসে ভূমি উন্নয়ন কর দেয়া এবং হোল্ডিং এন্ট্রিতে আবেদন করেছে।
সহকারী কমিশনার ( ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহ জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী জেলা-উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইন শুনানী, ডিজিটাল ভূমি সেবা প্রদান, হোল্ডিং আপলোডসহ সকল ধরণের সেবা প্রদান করা হবে। নাগরিকগণ ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। এ জন্য নাগরিককে প্রথমে এলডি ট্যাক্স সিস্টেমে অনলাইন পোর্টাল land.gov.bd অথবা ldtax.gov.bd এ প্রবেশ করে এনআইডি ও মোবাইল নম্বর এবং জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।
Leave a Reply