দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। বর্তমানে দুপচাঁচিয়ার মেইল বাসস্ট্যান্ড হতে হাটে প্রবশের রাস্তায় খানা খন্দকে পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাটুরে ও পথচারীদের অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হচ্ছে। তাছাড়া রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টিতেই অনেক পানি জমে থাকে।
হাটগামী মানুষরা জানায়, রাস্তাটি দুপচাঁচিয়া পৌরসভার আয়ত্বাধীন হওয়ায় স্থানীয় সরকারের দৃষ্টি বারবার আকর্ষণ করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে তাদের। ধাপসুলতানগঞ্জ হাট হতে সরকারের অনেক রাজস্ব আয় হলেও হাটে প্রবেশের রাস্তা সংস্কারের বিষয়টি দুপচাঁচিয়া পৌর কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, মেইল বাসস্ট্যান্ড থেকে ধাপসুলতানগঞ্জ হাটে প্রবেশের রাস্তা আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ছিল। বর্তমানে রাস্তাটি দুপচাঁচিয়া পৌরসভার অন্তর্ভূক্ত হয়েছে। পৌরসভা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নমূলক কাজ করার বিধান নাই।
দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী জানায়, মেইল বাসস্ট্যান্ড হতে ধাপসুলতানগঞ্জ রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। পাথর ও কার্পেটিং উঠে গিয়ে খানা খন্দকে ভরপুর রাস্তায় বৃষ্টির পানি জমে জনগণের ভোগান্তি সৃষ্টি করছে।
তিনি আরও জানায়, দুপচাঁচিয়া পৌরসভার মেয়র মো. জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত থাকায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে পৌরসভার কাউন্সিলারদের সাথে পরামর্শ করে রাস্তাটির সংস্কারে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply