দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বুধবার (৯ জুন) বিকালের দিকে চেচুড়িয়া গ্রামস্থ বেড়াগ্রাম-রায়কালী সড়কে অভিযান চালিয়ে দুই ইয়াবা কারবারি কে আটক করেছে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত ওই দুই জন হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুকানগাড়ি গ্রামের আবিল প্রামানিকের ছেলে নুরুল প্রামানিক (৪৫) এবং জয়পুরহাট জেলার তেঘর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে নাঈম (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ১ টি সিমকার্ড ও নগদ ২৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ জানায়, আটককৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আটককৃত ওই দুই জন কে বৃহস্পতিবার (১০ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply