দুপচাঁচিয়া ( বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা চৌধুরীপুকুর গুচ্ছ গ্রামের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১০ জুন) বিকালের দিকে অভিযান চালিয়ে ঝাঝিরা ফকিরপাড়া নিবাসী মৃত আঃ রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির (৩২) ও রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটকের সময় তাদের কাছ থেকে ০১ টি নকল সোনার মূর্তি উদ্ধার করে । যাহার আনুমানিক মূল্যে ০১ কোটি টাকা।
গ্রেফতারকৃত ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে ।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানায়, আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আটককৃতদের শুক্রবার ( ১১ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply