স্টাফ রিপোর্টার: উত্তর জনপদের প্রবীন শ্রমিক নেতা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, এরুলিয়া ইউনিয়নের একাধিক বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এবং জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর , যুবলীগ নেতা আমিনুল ইসলামের বাবা আলহাজ্ব আব্দুল লতিফ মণ্ডল (৭৪) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গত ১৭ মে সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত কারনে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার সকাল ১১ টায় শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে প্রথম জানাযা এবং ছোট কুমিড়া কেন্দ্রিয় ঈদগাহ মাঠ মসজিদে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। তার বড় ছেলে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
Leave a Reply