ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্থগিত থাকা তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ জুন। নির্বাচন ঘনিয়ে আসলেও নেই প্রচার প্রচারণা। চোখে পড়েনি পোস্টার, নির্বাচনী ক্যাম্পা।
তালোড়া এলাকার খানপুর গ্রামের ভোটার আজিজার রহমান জানান, ১১ এপ্রিল ভোটগ্রহনের তারিখ কে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছিল। প্রচার প্রচারণা আর প্রার্থীদের গণসংযোগও ছিল তুঙ্গে। ভোট কে ঘিরে বিভিন্ন জায়গায় গড়ে ওঠেছিল নির্বাচনী ক্যাম্প। কিন্তু নতুন করে ভোটগ্রহনের তারিখ ২১ জুন নির্ধারিত হলেও মাঠে নেই কোন প্রার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী বলেন, নির্বাচন স্থগিতের পূর্বে প্রচার প্রচারণা চালাতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। করোনা পরিস্থিতির কারনে আবারও ভোট স্থগিত হবে কিনা, এ নিয়েও রয়েছে সংশয়। বারবার ক্ষতিগ্রস্থ হতে চাই না। এজন্য আমার মত অনেকেই ভোটগ্রহনের দু-তিন আগে মাঠে নামবে।
তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, ভোটগ্রহনের তফশীল স্থগিত হওয়ার পূর্বে প্রচার প্রচারণায় যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছিল তা আর হয়ত ফিরে আসবে না। নিরব প্রচার প্রচারনার মধ্য দিয়েই শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।
তালোড়া ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ভোটার সংখ্যার মধ্য পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৯১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫ হাজার ৪ শত ৬৯ জন।
২০১৬ সালের ২২ মার্চ সর্বশেষ তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
Leave a Reply