ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৪ জুন) গভীর রাতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে বগুড়া বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন ধাপ সুলতানগঞ্জ হাট এলাকায় অভিযান পরিচালনা করেী ধাপ সুলতানগঞ্জ হাট মোঃ মিরাজুল ইসলাম (৩৪), পিতা-মৃত ছমির সাকিদার, সাং-ধাপ সুলতানগঞ্জ হাট, বড় ধাপের মৃত আনোয়ার হোসেন মোঃ মিঠু প্রামানিক (২৮), ধাপ সুকানগাড়ী রইস প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৩৬), ধাপ সুকানগাড়ী গ্রামেের মান্টু প্রামানিকের ছেলে মোঃ জুয়েল প্রামানিক (৩৭), ধাপ যুগিপুতা গ্রামের মৃত আজিম উদ্দিন শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৮) আটক করে। এসময় জুয়া খেলারত অবস্থায় ০২ বান্ডিল তাস, ১৩ টি মোবাইল, ২০ টি সীম এবং নগদ ১২,০০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানিক দল জানায়, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানায়, আটককৃতদের মঙ্গলবার (১৫) জুন বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply