ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি:
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীরা। প্রার্থীরা বিভিন্ন গ্রুপে কর্মিদের বিভক্ত করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) তালোড়া ইউনিয়ন পরিষদ এলাকার দেবখন্ড, খানপুর, দুবড়া, দোগাছি, পরানপুর ঘুরে দেখা গেছে, শেষমূহূর্তে এসে সাঁটানো হচ্ছে প্রার্থীদের প্রতিক সংবলিত পোস্টার এবং প্রচার অভিযানের অংশ হিসাবে চলছে মাইকিং।
দোগাছি গ্রামের ভোটার চান মিয়া জানায়, প্রার্থীরা নয় বরং ভোটাররা উল্টা প্রার্থীদের খোঁজখবর রাখছে। প্রার্থীরা স্বল্পসময়ে কোথায়, কিভাবে গণসংযোগ করছে সেসব জানতে আগ্রহ নিয়ে থাকছে ভোটাররা।
চেয়ারম্যান প্রার্থী মনোয়ারুল কবির তালুকদার বলেন, শেষমূহূর্তের প্রচারণায় এমনিতে নির্বাচনী এলাকা ঘুরে শেষ করার সময় হাতে নাই। তারপরেও যতদুর পারি ভোটারদের কাছে যেতে চেষ্টা করছি । গণসংযোগের এই স্বল্পসময়ের সাথে আবার বাধ সেজেছে বৃষ্টি।
সংরক্ষিত মহিলা মেম্বার (৭,৮,৯ নং ওয়ার্ড) প্রার্থী সেলিনা আকতার জানায়, বৃষ্টিতে ভিজে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচন একবার স্থগিত হওয়ায় ভোটারদের আগ্রহ কমে গেছে। শেষমূহূর্ত হলেও প্রচারণার মধ্য দিয়ে ভোটারদের আগ্রহ ফিরে আনতে চেষ্টা করছি।
২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৬ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু, জাতীয় পার্টির অশোক কুমার দেব, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মনোয়ারুল করিম তালুকদার, শফির উদ্দীন।
এছাড়াও সংরক্ষিত ৩ টি মহিলা মেম্বার পদে ৯ জন প্রার্থী ও ৯ টি ওয়ার্ডের ৯ টি মেম্বার পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই নির্বাচনে।
Leave a Reply