দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষদিন শনিবার ( ১৯ জুন) ছুটছে প্রার্থীরা। সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও বাধ মানছে না প্রার্থীরা। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ও চেয়ারম্যানদের ভোটার এলাকা বড় হওয়ায় গলদঘর্ম হতে হচ্ছে তাদের। শেষ প্রচারের দিনেও নজরকাড়তে বিভিন্ন আঙ্গিকে চলছে প্রচারণা।
এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯ টি ওয়ার্ডের জন্য ৯ জন প্রিসাইডিং অফিসার, ৪৬ জন সহকারি প্রিসাইডিং অফিসার এবং ৯২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। তাছাড়া আচরনবিধি প্রতিপালনে ও সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে আইনশৃংখলা তদারকিতে ৩ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন।
২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ৬ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু, জাতীয় পার্টির অশোক কুমার দেব, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মনোয়ারুল করিম তালুকদার, শফির উদ্দীন।
এছাড়াও সংরক্ষিত ৩ টি মহিলা মেম্বার পদে ৯ জন প্রার্থী ও ৯ টি ওয়ার্ডের ৯ টি মেম্বার পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই নির্বাচনে।
Leave a Reply