দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সামনে সড়কের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটি হাটু পানিতে ডুবে যায়। ফলে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।
উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে সিও অফিস বা উপজেলা পরিষদের এই সড়কটি উল্লেখযোগ্য। এই সড়ক দিয়ে উপজেলার সর্বস্তরের মানুষ চলাচল করে থাকে। সেই সঙ্গে আক্কেলপুর ভায়া দুপচাঁচিয়া-তালোড়ার যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কও এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচল করে থাকে। এই সড়কের দুপার্শ্বে উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, বীমাসহ বিভিন্ন মার্কেট বিপনী গড়ে উঠেছে। ফলে উপজেলাবাসীর কাছে এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। অথচ সামান্য বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ এই সড়কের উপজেলা পরিষদ সামনেই হাঁটু পানিতে ডুবে যায়। অনেক আগে নির্মিত সড়কটির দুপাশ দিয়ে শুরু ড্রেনগুলো বিভিন্নস্থানে ভেঙে গেছে। ফলে পানি নিস্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানিগুলো রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ড্রেনের নোংরা এসব পানি রাস্তার উপর এসে পরিবেশ দুষিত করছে। সাধারণ মানুষ হাঁটু পানি পার হয়ে এ সড়কেই যাতায়াত করছে।
এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী জানান, দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন সড়কগুলোর মধ্যে পরিষদের এই সড়কটির গুরুত্ব অনেক বেশি। সড়কটির দুপার্শ্বে ড্রেনগুলো অনেক পুরাতন তা দীর্ঘ দিন ধরে সংস্কার করা হয়নি। একই সঙ্গে তিনি জানান, সড়কটি সড়ক ও জলপথ বিভাগের। সম্প্রতি সড়ক ও জলপথ বিভাগ এই সড়কটির দু’পার্শ্বে সম্প্রসারণের প্রকল্প গ্রহণ করেছে। নির্বাচিত ঠিকাদার সড়কটির সম্প্রসারণ কাজও শুরু করেছে। সড়কটির দুপাশে সম্প্রসারণ কাজ প্রায় শেষ হয়েছে। শুধু উপজেলা সদরেই সড়কটি সম্প্রসারণ কাজ বাঁকি রয়েছে। সড়কটি সম্প্রসারণের পর দুপার্শ্বে ড্রেন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, এই বর্ষা মৌসুমে জনগনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলো প্রাথমিকভাবে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুএ : দৈনিক করতোয়া
Leave a Reply