ফিরোজ হোসেন নিজস্ব প্রতিনিধি : ২১ জুন সোমবার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন সহ সাধারণ মেম্বার পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৯জন প্রিজাইডিং অফিসার ৪৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার সহ ৯২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণের ব্যালট পেপার, ব্যালট বক্স, প্রয়োজনীয় কালি, স্ট্যাম্প সহ আনুসাঙ্গীক সকল সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পৌছানো হয়েছে। বগুড়া জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সার্বিক আইন-শঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের জন্য ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন।
তারা হলেন, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা, তাসনিমুজ্জামান ও আশরাফুর রহমান। অপর দিকে থানা অফিসার ইনচার্জ হাসান আলী জানান, তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। একই সাথে তিনি জানান, নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন অফিসারসহ ৪ জন পুলিশ এবং ১৭ জন আনছার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও তিনটি মোবাইল টিম, ১০ জনের স্টাইকিং ফোর্সসহ ১০ জন জনের একটি টিমকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এদিকে এই নির্বাচন উপলক্ষে বিজিবির এক প্লাটুন সদস্য নির্বাচনী এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে। যারা স্টাইকিং ফোর্স হিসাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও বগুড়া র্যাব-১২ ডিএডি ফারুকের নেতৃত্বে একটি টিম নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছে। তবে তিনটি রাজনৈতিক দলের ৩ জন চেয়ারম্যান প্রার্থী সহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু (নৌকা), জাতীয় পার্টির অশোক কুমার দেব (লাঙ্গল), ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম (হাতপাখা) এছাড়াও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহেরুল ইসলাম (অটোরিক্সা), মনোয়ারুল করিম তালুকদার (আনারস) ও শফির উদ্দীন (মটরসাইকেল) নিয়ে প্রতিদ্বদ্বিতায় নেমেছেন। নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার ৩ টি পদে ৯ জন প্রার্থী ও ৯ টি ওয়ার্ডের ৯ টি সাধারণ মেম্বার পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৯৬০ জনের এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৯১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫ হাজার ৪৬৯ জন। গত ২০১৬ সালের ২২ মার্চ সর্বশেষ তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল
Leave a Reply