ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু (নৌকা) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম (হাতপাখা) ২ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মোট প্রাপ্ত ভোটের আট শতাংশের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ গত ২১ জুন ১ম দফায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply