দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
২৯ জুন মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণের সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন বৃদ্ধির লক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ দিন ৪শ জন কৃষকের প্রত্যকের মাঝে ৫ কেজি করে উপসি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ১শ জন কৃষকের প্রত্যকের মাঝে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।
Leave a Reply