ফিরোজ হোসেন নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে মঙ্লবার ( ২৯ জুন) রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঝিরা পশ্চিম পাড়ার আবু কালাম সন্টুর ছেলে মাসুদ(৩২), ভুট্টু মিয়ার ছেলে
মামুনুর রশিদ ওরফে মামুন(২৪) ও
শাহিনুর আলম ওরফে শাহীন(২০), তছির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৬) তালুচ পশ্চিমপাড়ার তফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) নামের ৫ জুয়াড়ী কে আটক করেছে থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানার এসআই রাশেদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের৩/৪ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন সাপেক্ষে তাদের বুধরার (৩০ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply